বীরভূমের লাভপুরের তৃণমূল নেতা খুনের ঘটনা আরও একবার সামনে এনে দিল জেলায় বেড়ে চলা গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। লাভপুরের তৃণমূল নেতা সাগর শেখের খুনের ঘটনায় জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সিপিএমের দিকে আঙুল তুললেও আদতে গ্রেফতার হল মৃত নেতারই ১ অনুগামী সহ আরও ২।
সাগর শেখ খুনের ঘটনায় তাঁর ভাই শের আলি খান ৬ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন। যেখানে হিরণ শেখ, বুদু শেখ ও আয়নাল শেখের নাম ছিল। পুলিশ তাদের লাভপুরের বলরামপুর গ্রাম থেকে গ্রেফতার করে। এর মধ্যে হিরণ শেখ একসময় সাগর শেখের সাথে সরকারি প্রকল্পের ভাগ বাটোয়ারায় অংশীদার ছিল। সেই নিয়ে বিবাদের জেরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।
গত শনিবার বোলপুর আদালতে তোলার সময় ধৃতেরা দাবি করে তারা কোনও দলের সঙ্গে যুক্ত নয়। পুলিশ তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানালে ৬ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর হয়।