না চাইতেই থাবা বসায়। আতঙ্ক ছড়ায়। হুমকি দেয় মেরে ফেলার। প্রযুক্তির অভিশাপ হয়ে ওঠা সেই মোবাইল গেম মোমোর থাবা এবার বীরভূমে। রীতিমত ভিডিও কল করে আমন্ত্রণ। আর ফাঁদে পা দিলেই মেরে ফেলার হুমকি। ফলে রবিবার রাতে পুলিশের দ্বারস্থ হন বীরভূমের পাড়ুই থানার বাসিন্দা আব্দুর কুদ্দুস।
পেশায় মোবাইল ব্যবসায়ী আব্দুর কুদ্দুস মোবাইলে অপরিচিত নম্বর থেকে রাত সাড়ে বারোটা নাগাদ প্রথম হোয়াটসঅ্যাপ মেসেজ পান। মোমোর ভাষা বুঝতে খানিকটা সমস্যা হচ্ছিল কেন্দ্রডাঙাল গ্রামের বাসিন্দা কুদ্দুসের। তখন ভিডিও কল করা হয় তাঁকে। বারবার বলা হতে থাকে যে কুদ্দুসের জীবনের সব গোপন তথ্য মোমোর জানা।
এভাবেই মোমো গেম খেলার জন্য চাপ দিয়ে ভয়ঙ্কর জালে জড়িয়ে ফেলার চেষ্টা চলে একাধিক নম্বর থেকে। শেষ পর্যন্ত কুদ্দুস খেলতে অস্বীকার করলে তাঁর ফোনটি আপনা থেকেই রিস্টার্ট হয়ে যায়। এতেই ভয় পেয়ে পুলিশের দ্বারস্থ হন ওই যুবক।