পঞ্চায়েত বোর্ড গঠন ও প্রধান নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া সংঘর্ষ থামার নাম নিচ্ছে না। প্রতিদিনই বোমাবাজি, গুলি, ইটবৃষ্টির খবর সামনে আসছে। রক্তাক্ত হচ্ছে গ্রামের পর গ্রাম। সোমবারের পর মঙ্গলবারও উত্তর দিনাজপুরের চোপড়ায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল। তৃণমূল ও কংগ্রেস সংঘর্ষে এদিন সকাল থেকেই উত্তপ্ত চোপড়ার বেশ কিছু এলাকা। বোমাবাজি তো হয়েছেই। সেইসঙ্গে গুলিও চলে বলে অভিযোগ। ৬ জন গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। যারমধ্যে তৃণমূলের ৪ জন ও কংগ্রেসের ২ জন রয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। নামে র্যাফ। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এদিন চোপড়ার পর ইটাহারেও দুপুরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এখানে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। অগুনতি বোমা পড়েছে। চলেছে ইটবৃষ্টি। এখানেও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ও র্যাফ নেমে অবস্থা আয়ত্তে আনে।
উত্তর দিনাজপুরের পাশাপাশি অশান্তি ছড়ায় হাওড়ার উলুবেড়িয়ায়। এখানেও তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। পড়ে বোমা। অবস্থা আয়ত্তে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। অন্যদিকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষও অব্যাহত। হাওড়ার আন্দুলে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে অবস্থা অগ্নিগর্ভ হয়ে ওঠে। পথ অবরোধ হয়। অশান্তির ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনেও।