দুপুরে বাড়িতে ঢুকে পড়েছিল বেশ কয়েকজন দুষ্কৃতি। পুতুল মণ্ডলের বাড়িতে। মালদহের মানিকচকের বিজেপির বিজয়ী সদস্যার বাড়িতে ঢুকে ভাঙচুর করে গুলি চালায় তারা। কোনওক্রমে পুতুল মণ্ডল ও তাঁর স্বামী প্রাণে বাঁচলেও দুষ্কৃতিদের শিকার হয় তাঁদের সন্তান। ৩ বছরের সন্তানের কপালে গুলি করে দুষ্কৃতিরা। পরে রক্তাক্ত ওই শিশুকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তার অস্ত্রোপচার হচ্ছে।
অভিযোগ, মানিকচকের বোর্ড গঠন বিজেপির জন্য সময়ের অপেক্ষা ছিল। ১৮ আসনের মধ্যে তাদের দখলে ছিল ১০টি আসন। কিন্তু গত বুধবার ভোটাভুটির সময়ে দেখা যায় বিজেপি ৯, তৃণমূল ৯। এরপর টস হয়। সেখানে অবশ্য টস জিতে বোর্ড গঠন করে বিজেপিই। স্থানীয় সূত্রের খবর, বিজেপি বুঝতে পারে পুতুল মণ্ডলই ক্রস ভোটটা দিয়েছিলেন। তাই রাগ গিয়ে পড়ে তাঁর ওপর। অভিযোগ সেই রাগেই এদিন তাঁর বাড়িতে হামলা হয়। শিকার হয় নিরীহ এক দুধের শিশু।
যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনায় তাদের যুক্ত থাকার কথা অস্বীকার করেছে। বরং পাল্টা তৃণমূলের দিকেই আঙুল তুলেছে তারা। যদিও সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি বিজেপিই আক্রোশবশত পুতুল মণ্ডলের বাড়িতে হামলা চালায়। অভিযোগ পাল্টা অভিযোগের এই চাপানউতোরের মাঝে এক দুধের শিশু কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে হাসপাতালে। এ তবে কেমন রাজনীতি! যে রাজনীতিতে এক দুধের শিশুরও নিস্তার নেই!