
স্কুল বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হল ২০ জন স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেমারির কাছে জিটি রোডের হাটপুকুর এলাকায়। আহত হয়েছেন স্কুল বাসের চালকও। আহতদের প্রথমে মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে কয়েকজনকে বর্ধমান স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, এদিন সকালে বর্ধমানমুখী লরিটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলবাসের সামনে এস পড়ে। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। স্থানীয়রাই দ্রুত স্কুলবাস ভর্তি শিশুদের উদ্ধার করে। আহতদের পাঠান হয় হাসপাতালে। এদিকে লরির চালক মদ্যপ অবস্থায় ছিল বলে দাবি করেছেন স্থানীয়রা।