ঝাঁ চকচকে গাড়ি। দেখলে মনেই হবে না সেটা পাচারের কাজে যুক্ত। এরকম কায়দাতেই বীরভূম-ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে চলছে হেরোইনের কাঁচামাল পাচারের কাজ। বীরভূমের কাঁকরতলা খয়রাশোল এলাকায় পোস্ত কারবারিদের ধরপাকড় শুরু করে এমনই তথ্য পেল জেলা পুলিশ।
গত শুক্রবার এরকমই একটি গাড়ি আটক করে উদ্ধার হল ৮০ কেজি পোস্তর খোলা। জানা যায়, গাড়িটি মালদহ থেকে বীরভূমের দুবরাজপুরের ওপর দিয়ে ঝাড়খণ্ড যাচ্ছিল। সেই সময় দুবরাজপুরের পদুমার কাছে গাড়িটিকে আটকায় জেলা পুলিশ। গাড়ির চালক পালিয়ে যায়। পুলিশের অনুসন্ধানে জানা গিয়েছে চালকের নাম কদর আলি।
বীরভূম ‘পপি ফ্রি’ জেলা হয়ে গেলেও রাজ্যের এখনও কিছু জেলায় পোস্তর চাষ বেআইনি ভাবে চলে বলে অভিযোগ। যার মধ্যে অন্যতম মালদহ ও মুর্শিদাবাদ। অন্যদিকে নজরদারির অভাবে ঝাড়খণ্ডের বহু জায়গাতেও এই চাষ বেআইনি ভাবে হয় বলে অভিযোগ। উভয় ক্ষেত্রেই ‘সেফ করিডর’ হিসাবে বীরভূমকে ব্যবহার করা হয়।