শাসক দলের ২ গোষ্ঠীর বিবাদে ফের উত্তপ্ত বীরভূমের নানুর। ২ পক্ষের মধ্যে বোমাবাজি হয় বলে অভিযোগ। বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে দাবি স্থানীয়দের। সূত্রের খবর, গত ২৪ অগাস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতে জয়ের পর বিজয় মিছিলকে কেন্দ্র করে ২ গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়েছিল। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও এলাকায় বিক্ষুব্ধ তৃণমূল নেতা হিসাবে পরিচিত কাজল শেখের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের বলে এলাকাবাসীর দাবি। সেদিনও এঁদের অনুগামীদের মধ্যেই সংঘর্ষ হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
বৃহস্পতিবার ফের এই ২ যুযুধান পক্ষের বিবাদে উত্তপ্ত হয়ে ওঠে নানুরের বড়া সাওতা গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রাম। সংঘর্ষের পর গ্রামের রাস্তায় বোমার খোল, সুতলি, প্রচুর পরিমাণে বোমা তৈরির মশলা পড়ে থাকতে দেখা যায়। পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। ইউনুস শেখ নামে একজনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুরো বাড়িটি ভস্মীভূত হয়ে গেছে। এছাড়াও বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। এলাকা এখনও থমথমে।