মাঝেরহাট ব্রিজ ভাঙার স্মৃতি এখন তাজা। আর মাঝেই মাত্র ৪ দিনের ব্যবধানে ফের ভেঙে পড়ল সেতু। এবার উত্তরবঙ্গের শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়ায়। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ সেতুটির ওপর দিয়ে একটি ট্রাক পার করছিল। ট্রাকটি মাঝসেতুতে পৌঁছনোর পরই সেতুটি মাঝখান থেকে ভেঙে ইংরাজি ভি আকৃতির মত ভেঙে পড়ে। মাঝে আটকে যায় ট্রাকটি। দ্রুত ট্রাক থেকে বেরিয়ে কোনওক্রমে নিজেরে রক্ষা করেন ট্রাক চালক।
একটি খালের ওপর সেতু। কিন্তু এই একটা সেতুর ওপর ভরসা করে থাকে বেশ কিছু গ্রাম। সেসব গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। রাজ্যে ছড়িয়ে রয়েছে এমন অনেক ব্রিজ। যেগুলি দীর্ঘকাল দেখভালের অভাবে জরাজীর্ণ। তবু তার ওপর দিয়েই ভারী যানের চলাচল। এই অবস্থায় যুদ্ধকালীন তৎপরতায় শুধু শহর বলে নয়, রাজ্যের কোণায় কোণায় থাকা ব্রিজগুলির পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামতির দরকার বলে মনে করছেন আমজনতা।
(ছবি – সৌজন্যে – ফেসবুক – @siliguricitylive)