মাথার বালিশের পাশে রাখা ২টি সিম এবং একটি চিঠি। বর্ধমানের ভাতারের বাসিন্দা সজন মিঞার ঘুম যখন ভাঙল তখন বালিশের পাশে হাত দিয়ে এটাই হাতে এল তাঁর। হাতে আসার কথা ছিল মোবাইলটা। কিন্তু তার জায়গায় এটা কী? চমকে উঠে বসেন সজন। দেখেন সিম ২টো তাঁরই। চিঠিতে যা লেখা তার মর্মার্থ হল ফোন নিয়ে চিন্তা নেই। ওটা সুরক্ষিতই আছে। ১ মাস বাদে কাজ হয়ে গেলে ফোন তিনি ফেরত পেয়ে যাবেন।
এমন এক অদ্ভুত চিঠি দেখে রীতিমত হতবাক হয়ে যান সজন মিঞা। জানলার শিক ভাঙা দেখে বুঝতে পারেন ঘরে চোর এসেছিল। কিন্তু তাবলে এমন চোরও হয়! পুলিশকে ঘটনার কথা জানান তিনি। পুলিশ থেকে আরম্ভ করে স্থানীয় লোকজন, সকলেই অবাক। এমন চুরির কথা কেউ কখনও শুনেছেন কি!