
বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে পূর্ব মেদিনীপুরের সবংয়ে খুন হন জয়দেব রাণা নামে এক তৃণমূল কর্মী। সেই খুনের ঘটনায় তখন কংগ্রেসের ১১ জন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় তৃণমূল নেতৃত্ব খুনের ঘটনায় সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ার দিকেও আঙুল তোলে। তখন কিছু না হলেও গত শনিবার মেদিনীপুর আদালত এই খুনের মামলায় সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কংগ্রেস জেলা সভাপতি ও পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধেও। এদিকে গোটা মামলা সাজানো বলে দাবি করে এদিন মানস ভুঁইয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান। তাঁর দাবি, মানসবাবুর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজান হয়েছে। রাজ্য সরকার প্রতিহিংসা পরায়ণতা থেকে এই কাজ করেছে। এর বিরুদ্ধে আগামী দিনে আন্দোলনেরও হুমকি দেন আবদুল মান্নান। এদিকে এদিন গ্রেফতারি পরোয়ানার কথা ছড়িয়ে পড়ার পর বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন মানস ভুঁইয়া। পরে বাইরে বেরিয়ে মানসবাবু এই বৈঠককে উন্নয়নের আলোচনা বলে ব্যাখ্যা করলেও রাজনৈতিক মহলের একাংশের দাবি, গ্রেফতারি এড়াতেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কংগ্রেসের এই নেতা।