২ এলাকার অশান্তির রেশ এসে পড়ল স্কুলের ছাত্রছাত্রীদের ওপর। এমনই অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের মাহাতা উচ্চ বিদ্যালয়ে। শিক্ষক দিবসের দিন স্কুলে ছিল নানা অনুষ্ঠান। সেখানেই অনুষ্ঠানের সময় বহিরাগতরা স্কুলে হামলা চালায় বলে অভিযোগ। স্কুলে ঢুকে ছাত্রছাত্রীদের মারধর করা হয় বলে অভিযোগ অভিভাবকদের। এই পরিস্থিতিতে এখন ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। তাঁরা এখন স্কুল ছাড়িয়ে ছেলেমেয়েকে অন্য স্কুলে ভর্তি করার কথাও ভাবছেন। যদিও অভিভাবকদের এত তাড়াতাড়ি কোনও সিদ্ধান্তে না আসার আহ্বান জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।
জানা গেছে, এই মাহাতা গ্রামের কয়েকজন বাসিন্দা নবাবনগরে ঝুলন দেখতে গিয়েছিলেন। সেখানেই কোনও কারণে অশান্তি হয়। অভিযোগ তারই শোধ নিতে নবাবনগর থেকে কয়েকজন এসে পাল্টা স্কুলে হামলা চালায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।