পুরুলিয়ার বড়বাজার পঞ্চায়েত সমিতি। এখানে পঞ্চায়েত ভোটের পর ফলাফল দাঁড়ায় তৃণমূল ১৪, বিজেপি ১৩ এবং কংগ্রেস ১। গত বুধবার ছিল এই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। সেখানে মাত্র একটি আসন পাওয়া কংগ্রেসের সমর্থন পায় বিজেপি। ফলে ফল দাঁড়ায় ১৪-১৪। ভোটাভুটির ফল সমান হওয়ায় সভাপতি কাদের হবে তা নিয়ে নিয়মমতো টস হয়। বিজেপি টসে জেতে। বিজেপির তরফে সভাপতি পদের জন্য নাম দেওয়া হয় কংগ্রেসের একমাত্র বিজয়ী প্রার্থী রামজীবন মাহাত-র। তৃণমূল টস ঠিকমত হয়নি বলে দাবি করে।
এরপর গত শুক্রবার আচমকাই বিজেপির কয়েকজন সদস্যকে সঙ্গে করে রামজীবনবাবু সভাপতির অফিসে এসে চেয়ারে বসে পড়েন। দাবি করেন প্রশাসনিক তরফে তিনি সার্টিফিকেট পেয়ে গেছেন। এই নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়েছে।