উত্তর ২৪ পরগনার আমডাঙায় অশান্তির পর আপাতত সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে। রয়েছে পুলিশি বন্দোবস্তও। এরমধ্যেই শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে একটি কংগ্রেস প্রতিনিধিদল আমডাঙায় ঢোকার চেষ্টা করে। কিন্তু তাঁদের আগেই রাস্তায় আটকে দেয় পুলিশ। এদিন কংগ্রেস প্রতিনিধিদলকে রুখতে যথেষ্ট পুলিশি বন্দোবস্ত ছিল। ছিল র্যাফ। এদিন ঢোকার চেষ্টা করলে কংগ্রেস কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি ও সামান্য ধস্তাধস্তি হয় পুলিশের।
ঢুকতে না পেরে রাস্তার ওপর বসে পড়েন কংগ্রেস কর্মীরা। অন্যদিকে পুলিশ জানিয়ে দেয় ১৪৪ ধারা থাকায় সেখানে কংগ্রেস প্রতিনিধিদলকে ঢুকতে দেওয়া যাবেনা। বেশ কিছুক্ষণ এমন চলার পরে অবশ্য আমডাঙায় না ঢুকেই ফেরত যান কংগ্রেস নেতা কর্মীরা।