শারীরিক অসুস্থতার কারণে গিয়েছিলেন এলাকারই এক হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে। চিকিৎসক তাঁকে পরীক্ষা করার পর চেম্বারের বাইরে অপেক্ষা করছিলেন সাজেদা খাতুন নামে এক মধ্যবয়সী মহিলা। অভিযোগ, তখনই সেখানে হাজির হয় ২ দুষ্কৃতি। মোটরবাইকে আসা ওই ২ দুষ্কৃতি সাজেদা খাতুনকে খুব কাছ থেকে ২টি গুলি করে চম্পট দেয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সাজেদা খাতুন। তাঁর মুখে লাগে ২টি গুলি। দ্রুত তাঁকে ব্যারাকপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধেয়। অকুস্থল উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড। সাজেদা খাতুন এলাকায় সমাজসেবী হিসাবে পরিচিত। কেন তাঁকে এভাবে খুন করা হল তা নিয়ে ধন্ধে পুলিশ। তবে তাদের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতা থেকেই এই খুন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে ঘিঞ্জি এলাকায় এভাবে দুষ্কৃতি দৌরাত্ম্যে রীতিমত আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।