রাতের ডিউটি করছিলেন ট্রাফিক পুলিশের এএসআই বুদ্ধিনাথ মারাডি। ৬ নম্বর জাতীয় সড়কের ওপর ডিউটি ছিল তাঁর। ছিলেন ডোমজুড়ের নিবরা মোড়ে। কর্তব্যরত ওই পুলিশকর্মী মধ্যরাতে রাস্তা পার করার চেষ্টা করছিলেন। এদিকে রাত ৩টের সময়ে জাতীয় সড়ক ধরে তখন একটানা ভারী লরির আনাগোনা। পুলিশ সূত্রের খবর, সিসিটিভিতে যা ধরা পড়েছে তা থেকে পুলিশ জানতে পারে কোনওভাবে ডিভাইডারে পা হড়কে টাল সামলাতে পারেননি ওই ট্রাফিক পুলিশ। টাল সামলাতে না পেরে উল্টে পড়েন রাস্তায়।
ঠিক সেই সময়েই একটি লরি ডানকুনির দিকে যাচ্ছিল। উল্টে পড়তে তিনি লরির সামনে পড়ে যান। লরির চাকার পিষে যায় তাঁর দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বুদ্ধিনাথবাবুর। পরে ওই লরিটিকে আটক করে পুলিশ। লরির চালককে গ্রেফতার করা হয়।