বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলার ঘটনায় সোমবার উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। কাঁথির জলমঙ্গল নামে কমিউনিটি হলে এদিন বিজেপির কর্মীসভার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান বক্তা ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার দিলীপ ঘোষকে নিয়ে বাইক মিছিল করে সেখানে নিয়ে আসছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, কমিউনিটি হলের কাছাকাছি দিলীপবাবুর গাড়ি পৌঁছতেই গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। তারপর একদল দুষ্কৃতি গাড়ি ভাঙচুর করে। যদিও দ্রুত দিলীপ ঘোষকে তাঁর নিরাপত্তা রক্ষীরা কমিউনিটি হলের মধ্যে নিয়ে যান। ফলে তাঁর কোনও আঘাত লাগেনি বলেই খবর।
এই ঘটনার জন্য তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিজেপি। তাদের দাবি, তৃণমূল কর্মীরাই দিলীপ ঘোষের গাড়িতে হামলা চালিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মীদের বচসা-সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ও ব়্যাফ নামিয়ে অবস্থা আয়ত্তে আনা হয়।