State

জঙ্গি সন্দেহে ট্রেন থেকে আটক যুবক

বাংলাদেশের ঘটনার পর এখন আরও তৎপর পুলিশ। এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে কিছু বুঝতে না দিয়ে তামিলনাড়ুর তিরুপ্পুর থেকে তার ওপর নজরদারি শুরু করে পুলিশ। মঙ্গলবার বিকেলে ভবানীভবন জানায়, সোমবার সে তামিলনাড়ু থেকে কলকাতা এসে আপ বিশ্বভারতী এক্সপ্রেসে লাভপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। বছর পঁচিশের মহম্মদ মসিউদ্দিন লাভপুরের ছেলে হলেও স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে থাকত তিরুপ্পুরে। সোমবার সে লাভপুরে যাওয়ার জন্য হাওড়া স্টেশন পৌঁছলে সেখান থেকেই তাকে অনুসরণ করতে শুরু করে সাদা পোশাকের পুলিশ। শক্তিগড়‌ের কাছে পুলিশ ও গোয়েন্দাদের তরফে জিআরপিকে খবর দেওয়া হয়। বর্ধমান স্টেশনে ওই যুবক যে কামরায় ছিল সেই কামরা ঘিরে ফেলে জিআরপি। তাকে ট্রেন থেকে আটক করে স্টেশনে বসিয়ে রাখা হয়। পরে গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গায়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি ও ১৩ ইঞ্চির একটি ভোজালি উদ্ধার করে পুলিশ। গোয়েন্দারা তার মোবাইল ফোন, ইমেল ও সোশ্যাল অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মসিউদ্দিনের আইএস যোগ সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেনা সিআইডি। এদিন মসিউদ্দিনকে কলকাতায় আনার পর তাকে গ্রেফতারও করা হয়েছে। সিআইডির পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আগামিকাল মসিউদ্দিনকে হাওড়া আদালতে পেশ করবে সিআইডি।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button