শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে গত বৃহস্পতিবার ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। পুলিশের সঙ্গে ছাত্র ও স্থানীয় বাসিন্দাদের তুমুল সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিতে এক মহিলা পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন পুলিশকর্মী রক্তাক্ত হন। অবস্থা আয়ত্তে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। ছোঁড়া হয় রবার বুলেট। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ওই স্কুলেরই ২ প্রাক্তন ছাত্রের। স্থানীয়দের দাবি, পুলিশই তাঁদের ওপর গুলি চালায়। যদিও পুলিশের দাবি তারা কেবলমাত্র রবার বুলেটই চালিয়েছে। এখন ওই ২ ছাত্রের কী ধরণের গুলিতে প্রাণ গেছে তা এখনও অজানা।
গত বৃহস্পতিবার সংঘর্ষের সময়ে গুলিবিদ্ধ হন রাজেশ সরকার নামে দাড়িভিট হাইস্কুলের এক প্রাক্তনী। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সংঘর্ষের সময় আরও এক প্রাক্তন ছাত্রের গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাপস বর্মণ নামে ওই ছাত্রকেও বাঁচানো যায়নি।
স্কুলের ছাত্রদের চাহিদামত শিক্ষক নিয়োগ না করে অন্য বিষয়ে শিক্ষক নিয়োগ হওয়ায় উত্তেজনার শুরু। সেই উত্তেজনা গড়ায় ২ জনের মৃত্যু পর্যন্ত। ২ ছাত্রের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার উত্তর দিনাজপুরে বন্ধ পালন করছে বিজেপি। সকাল থেকে বন্ধ পালিত হচ্ছে। অনেক জায়গায় বন্ধের জেরে দোকানপাট বন্ধ। গাড়িও কম। এদিন ছুটির দিন। মহরম। ফলে এমনিতেই ব্যস্ততা কম থাকে। তারমধ্যে বন্ধ থাকায় উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় সকাল থেকে বন্ধের প্রভাব চোখে পড়েছে। রয়েছে প্রচুর পুলিশি বন্দোবস্তও। বন্ধ সমর্থকদের হাতে কয়েকটি বাস ভাঙচুরের খবর মিলেছে।
এভাবে স্কুলের একটি ঘটনাকে সামনে রেখে ২ ছাত্রের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে নড়চড় শুরু হয়েছে। ইতিমধ্যেই ডিআইকে অপসারণ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনার প্রতিবাদে আগামী শনিবার রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই।