ব্যারাকপুর থেকে ঘোষপাড়া রোড ধরে হাঁটছিলেন তাঁরা। গন্তব্য ছিল পলতা। স্বামী সুখদীপ সিংহের দাবি তিনি মোবাইলে কথা বলতে বলতে স্ত্রীর সামনে হাঁটছিলেন। পিছনে ছিলেন স্ত্রী রাজশ্রী চট্টোপাধ্যায়। আচমকাই আর্তনাদ শুনে পিছনে ফিরে দেখেন স্ত্রী রাস্তায় লুটিয়ে পড়েছেন। তাঁকে কে বা কারা গুলি করেছে। পাশেই পড়ে আছে একটি পিস্তল। দ্রুত ওই তরুণী গৃহবধূকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার পিঠে গুলি করা হয়। যা এফোঁড় ওফোঁড় হয়ে বেরিয়ে যায়।
কিন্তু কেন এভাবে এক গৃহবধূকে রাস্তায় গুলি করা হল? কেই বা তাঁকে খুন করল? এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। প্রাথমিকভাবে মৃতার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বেশ কিছু প্রশ্ন উঠছে। নিঃসন্তান ওই দম্পতির বিয়ে হয়েছিল বছর পাঁচেক আগে। ব্যারাকপুরের নোনাচন্দনপুকুর এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন তাঁরা। ফ্ল্যাটটি পৈতৃক সূত্রে পেয়েছিলেন রাজশ্রী চট্টোপাধ্যায়। তবে কী ফ্ল্যাট হাতাতে স্ত্রীকে খুন করালেন স্বামী? এ প্রশ্ন উঠছে। কারণ মৃতার স্বামীর দাবি, তাঁরা স্কুটার কিনতে রাত সাড়ে ৯টা নাগাদ ঘোষপাড়া দিয়ে হেঁটে পলতায় যাচ্ছিলেন। প্রশ্ন উঠছে কেন অত রাতেই স্কুটার কিনতে বার হলেন তাঁরা? ওটা তো পর দিন সকালেও কেনা যেত! তবে কী ওই ছুতোয় খুন? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? অন্য কেউ জড়িত? সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।