২ ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে শনিবারও উত্তাল রইল উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট। সকাল থেকেই ইসলামপুর-রায়গঞ্জ সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। অবরোধে সামিল হন গ্রামের মহিলা ও পড়ুয়ারা। কয়েকশো মানুষের ভিড় জমে। প্রধানত পুলিশের বিরুদ্ধেই ছিল তাঁদের অভিযোগ। ২ ছাত্রের গুলিতে মৃত্যুর ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করেন তাঁরা। এমনকি গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবিতেও সোচ্চার হয়েছেন তাঁরা।
তদন্তের স্বার্থে গ্রামের ২ যুবক রাজেশ সরকার ও তাপস বর্মণের দেহ এখনও দাহ করেনি তাঁদের পরিবার ও গ্রামবাসীরা। ২টি দেহ মাটিতে পুঁতে রাখা হয়েছে। তার ওপর ২টি চাঁদোয়া খাটিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, পুলিশই ওইদিন গুলি চালিয়েছিল। যাতে মৃত্যু হয় ২ ছাত্রের। যদিও পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে ওইদিন পুলিশ গুলি চালায়নি।
এদিন দাড়িভিট গ্রামে ২ ছাত্রের শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের ২ বাম নেতা সুজন চক্রবর্তী ও অশোক ভট্টাচার্য। বেশ কিছুক্ষণ ২টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। শোনেন তাঁদের বক্তব্য।