State

দাড়িভিট কাণ্ডে পথে নেমে প্রতিবাদ বাম ও আরএসএস ছাত্র সংগঠনের

দাড়িভিট কাণ্ডের প্রতিবাদে শনিবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন এসএফআই। দাড়িভিটে ২ ছাত্রের মৃত্যুর প্রতিবাদে এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় পথ অবরোধ, প্রতিবাদ মিছিল বার করে এসএফআই। সামিল হয় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। এদিন শুধু বাম ছাত্র যুব সংগঠনই নয়, দাড়িভিট কাণ্ডের প্রতিবাদ করে রাস্তায় নামে এবিভিপি ও বজরঙ্গ দলও।

যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডের কাছে এদিন সকালে পথ অবরোধ করেন এসএফআই ও ডিওয়াইএফআই সদস্যরা। সেখান থেকে একটি মিছিল করে যাদবপুর থানা পর্যন্ত যান তাঁরা। ছাত্র মৃত্যুতে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার ছিলেন তাঁরা। যাদবপুর ছাড়া এদিন কলেজ স্ট্রিটেও পথ অবরোধ করে এসএফআই ও ডিওয়াইএফআই। একই দাবিতে সোচ্চার ছিলেন তাঁরা। বারাসতে পথ অবরোধে সামিল হন ডিওয়াইএফআই কর্মীরা। একইভাবে দুর্গাপুরে পথ অবরোধ করেন এসএফআই সদস্যরা। অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় তাঁদের।


এদিকে দাড়িভিট কাণ্ডের প্রতিবাদে এদিন উত্তর কলকাতায় একটি মিছিল করে এবিভিপি। শিলিগুড়ির হিলকার্ট রোডে পথ অবরোধ করা হয়। সেখানে পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তিও হয় অবরোধকারীদের। অন্যদিকে উত্তর ২৪ পরগনার অশোকনগরে পথ অবরোধ করেন বজরঙ্গ দলের সদস্যরা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button