রবিবারও থমথম করছে ইসলামপুরের দাড়িভিট। এখনও সেখানে পুলিশ ঢুকতে পারেনি। প্রবল ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। মুখ্যমন্ত্রী যদিও সাফ জানিয়েছেন, সেদিন ২ ছাত্রকে পুলিশ গুলি করেনি। করেছে মুখে গামছা বাঁধা দুষ্কৃতিরা। কারা তারা সে প্রশ্ন তুলে কার্যত বিজেপি আরএসএস-এর দিকেই আঙুল তুলেছেন তিনি। বারণ করেছেন আগুন নিয়ে খেলতে। এদিন সকালে দাড়িভিটে যান ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী গোলাম রব্বানি।
এদিন দাড়িভিটে সকালেই হাজির হন মন্ত্রী ও বিধায়ক। তাঁদের দেখে ফের নতুন করে ক্ষোভে ফেটে পড়ে গোটা গ্রাম। মৃত ২ ছাত্র তাপস বর্মণ ও রাজেশ সরকারের বাড়িতে যান তাঁরা। ২ পরিবারের তরফেই এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সিবিআই তদন্তের দাবি জানানো হয়। মন্ত্রী ও বিধায়ক ২ জনেই আশ্বস্ত করেন গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে। দোষীদের চিহ্নিত করে যোগ্য শাস্তি দেওয়া হবে।
গত শনিবার গ্রামে গিয়ে মৃত ২ ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করে সিপিএমের প্রতিনিধিদল। যান বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।