
মঙ্গলবার বিকেলে জোড়াল বিস্ফোরণে কেঁপে উঠল হাওড়ার সাঁকরাইলের শিল্পতালুক। বিস্ফোরণে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৪ শ্রমিক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, এদিন বিকেলে সাঁকরাইলের শিল্পতালুকে অন্যান্য দিনের মতই কাজ হচ্ছিল। আচমকাই একটি অ্যালুমিনিয়াম কারখানার বয়লারে বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার ছাদ উড়ে যায়। বিস্ফোরণের পর কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ২ টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আলাদাভাবে তদন্ত করে দেখছে দমকলও।