ব্রিজ ভেঙে পড়ার অস্বস্তি থেকে রেহাই পাচ্ছে না রাজ্য সরকার। ফের সোমবার সকালে একটি ব্রিজ ভেঙে অস্বস্তি আরও বাড়ল। তবে এ ব্রিজটি দিয়ে এখনও গাড়ি চলাচলই শুরু হয়নি। নির্মীয়মাণ ব্রিজ। তৈরি প্রায় সম্পূর্ণর পথে। আর কিছুদিন পর এই ব্রিজ দিয়ে হয়তো যাতায়াত শুরু হত যান বাহনের। সেই ব্রিজ চালু হওয়ার আগেই এদিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের কাছে কালনাগিনী নদীর ওপর তৈরি হচ্ছিল এই ব্রিজটি। সোমবার ব্রিজের কাজ শুরুর তোরজোড় করছিলেন শ্রমিকরা। তার আগেই সকাল সাড়ে ৯টা নাগাদ আচমকাই ভেঙে পড়ে ব্রিজটি। তবে ব্রিজ ভেঙে কোনও হতাহতের খবর নেই। স্থানীয়রা দাবি করেছেন, ব্রিজে ফাটল আগেই ধরেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে নতুন তৈরি হওয়া ব্রিজে কেমন করে ফাটল ধরে গেল? কী ধরণের নির্মাণ সামগ্রি দিয়ে এই ব্রিজ তৈরি করা হচ্ছিল? সব দিক খতিয়ে দেখছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার মাত্র ৪ দিনের ব্যবধানে ভেঙে পড়ে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার একটি ব্রিজ। ফের ব্রিজ ভাঙার ঘটনা সামনে এল।