গত রবিবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতির নাম ঘোষণা করলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও কর্মাধ্যক্ষদের নাম পুজোর পর তিনি ঘোষণা করবেন বলে জানান অনুব্রতবাবু। আগামী ৫ বছরের জন্য পুনরায় জেলা পরিষদের সভাধিপতি হলেন বিকাশ রায়চৌধুরী। এই ৫ বছরে বীরভূম জেলা পরিষদের কাজের রুটম্যাপও সাংবাদিকদের জানান অনুব্রত মণ্ডল।
তিনি বলেন, গত ৫ বছরে জেলা পরিষদ জেলার সমস্ত রাস্তাঘাটের কাজ সম্পূর্ণ করেছে সফল ভাবে। বীরভূম জেলার এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তার কাজ আগামী ৫ বছরের মধ্যে শেষ করার নির্দেশ তিনি জেলা পরিষদকে দিয়েছেন বলে জানান তৃণমূলের জেলা সভাপতি। গত ৫ বছরে সভাধিপতি হিসাবে বিকাশবাবু ভাল কাজ করেছেন বলেও তাঁর প্রশংসা করেন অনুব্রতবাবু। এ প্রসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন যে দলে ভাল কাজ না করলে, উন্নয়ন না করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রাখবেন না। তৃণমূলে থেকে অন্যায় করা যাবে না, মানুষের সাথে কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে বলেও মনে করিয়ে দেন বীরভূমের এই দাপুটে নেতা।