
ফের স্টোনম্যান আতঙ্ক। নব্বই দশকের সেই ভয়ংকর স্মৃতি উস্কে ফের একই কায়দায় এক যুবক খুনের ঘটনা হাওড়ার ব্যাঁটরা এলাকায় আতঙ্ক ছড়াল। এদিন ভোরে হাওড়ার বিজয়ানন্দ পার্কে অন্যান্য দিনের মতই প্রাতঃভ্রমণকারীরা হাজির হন। এঁদেরই মধ্যে একজনের নজরে পড়ে পার্কে বসার জন্য তৈরি সিমেন্টের বেঞ্চের পাশে মাথা থেঁথলানো অবস্থায় পড়ে আছে এক যুবকের দেহ। মাথা, মুখ এমনভাবে থেঁথলে দেওয়া হয়েছে যে মুখ চেনা যাচ্ছে না। চারপাশে ছিটিয়ে রয়েছে রক্ত। বুকের ওপর রাখা আছে রক্তমাখা একটি পাথর। পাশে পড়ে আছে একটি খৈনির ডিব্বা। ব্যাঁটরা থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান মধ্যরাতেই ওই যুবককে খুন করা হয়। যে পাথরটি বুকের ওপর রাখা ছিল সম্ভবত সেটি দিয়েই খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ। এদিকে ফের স্টোনম্যান আতঙ্ক ছড়ানোয় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। এই বিজয়ানন্দ পার্কে বহু ছেলে ফুটবল খেলে। বাচ্চারা খেলতে আসে। সকাল, বিকেল বয়স্ক মানুষের ভিড় জমে। এমন এক জনবহুল পার্কে এভাবে স্টোনম্যানের আদলে খুনের ঘটনা এলাকাবাসীর মনে আশঙ্কার মেঘ জমিয়েছে। অবিলম্বে পার্কে রাতপাহারার দাবি করেছেন তাঁরা।