কলকাতায় বাস জ্বালানো। দোকান বন্ধের চেষ্টা। ইসলামপুরে উত্তেজনার পাশাপাশি এদিন সকাল থেকে রাজ্য জুড়েই বিজেপির বন্ধের প্রভাব পড়ল কিছু কিছু জায়গায়। উত্তেজনা ছড়াল। বাস পুড়ল। গাড়ির ভাঙচুর হল। হাওড়ায় এদিন কয়েকটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। বন্ধ সমর্থকরা হাওড়ার একটি অটোস্ট্যান্ডে তাণ্ডব চালান। অটোচালকদের ওপর চড়াও হন তাঁরা। অটো ভাঙচুরের চেষ্টা হয়। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। কয়েকজনকে আটক করা হয়। পুলিশের সঙ্গে এখানে ধস্তাধস্তিও হয় বন্ধ সমর্থকদের।
মেচেদা থেকে মধ্যমগ্রামে বন্ধ সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ বাধে। জোর করে বন্ধ করানো ও রেল অবরোধ করতে গেলে তৃণমূল কর্মীরা পাল্টা তা তুলতে যান। ফলে ২ পক্ষে সংঘর্ষ বেধে যায়। মেদিনীপুরে বন্ধ সমর্থকেরা কয়েক জায়গায় বোমাবাজি করেন বলে অভিযোগ। মেদিনীপুরে একটি বাসে ভাঙচুর করে আগুন লাগানো হয়। বহরমপুরে পুলিশের সঙ্গে বন্ধ সমর্থকদের সংঘর্ষ বাধে। কোচবিহারের মেখলিগঞ্জে জোর করে বন্ধ করানোর চেষ্টা রুখতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বন্ধ সমর্থকদের। পুলিশকে অবস্থা নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। শিলিগুড়ির ভেনাস মোড়ে পথ অবরোধ করেন বন্ধ সমর্থকেরা। নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। পুলিশ এসে অবরোধ তুলে দেয়। আটক করা হয় সায়ন্তন বসু সহ বেশ কয়েকজন অবরোধকারীকে।
মালদহের ইংরেজবাজার এলাকার কোতোয়ালীতে বিজেপি পথ অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পুলিশ অবরোধ তুলতে গেলে বিজেপি কর্মী সমর্থকদের বাধার মুখে পড়ে। কিছুটা পিছুও হঠতে হয় পুলিশকে। পুলিশের গাড়ি ভাঙচুর হয়। পরে অবস্থা আয়ত্তে আনে পুলিশ। এদিন একের পর এক স্টেশনে রেল অবরোধ করেন বন্ধ সমর্থকরা। ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। অনেক জায়গায় অবরোধ হয়। থমকে যায় ট্রেন। ফলে বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে শিয়ালদহ ও হাওড়া থেকে। যার জেরে যাত্রীরা সমস্যায় পড়েন।