বিজেপির ডাকা বন্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তেই বন্ধ সমর্থকেরা জোর করে দোকান বন্ধ করানোর চেষ্টা করেন। হুমকি দেওয়া হয় ব্যবসায়ীদের। পাল্টা তৃণমূল দোকান খোলানোর চেষ্টা করে। ফলে ২ পক্ষে বচসা, হাতাহাতি হয় অনেক জায়গায়। ঠিক তেমনই ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির খাজরা এলাকায়। সেখানে বাজারে ঢুকে বন্ধ সমর্থকেরা হুমকি দিয়ে দোকান বন্ধ করানোর চেষ্টা করেন বলে অভিযোগ। এতে বেশ কিছু দোকান বন্ধ হয়ে যায়। বন্ধ সমর্থকেরা বাজারে ঢুকে দোকান বন্ধ করানোর চেষ্টা করছে শুনে সেখানে হাজির হন তৃণমূল সমর্থকেরা। ২ পক্ষে বচসা হাতাহাতির পর অবস্থা শান্ত হয়।
এই বাজারেই দোকান রয়েছে বিভুরঞ্জন দাসের। তিনি দোকান খোলাই রেখেছিলেন। অভিযোগ, বিকেলের দিকে সেখানে হাজির হয় ২টি গাড়ি। সেই ২টি গাড়ি থেকে নেমে আসে দুষ্কৃতিরা। তাদের হাতে বন্দুক ছিল। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। এই সময় দোকান বন্ধ করে ফেরার তোড়জোড় করছিলেন প্রৌঢ় বিভুরঞ্জন। তাঁর পেটে গুলি করে দুষ্কৃতিরা বলে অভিযোগ। তারপর এলাকা ছাড়ে তারা। রক্তাক্ত বিভুরঞ্জন দাসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তৃণমূলের দাবি বিভুরঞ্জন তাদের সমর্থক বলেই তাঁকে গুলি করে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিকে বুধবারের ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই বৃহস্পতিবার উত্তপ্ত ছিল কেশিয়ারি। অনেক জায়গায় ব্যবসায়ীরা বন্ধ পালন করেন। চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়।