
হাওড়ার বিজয়ানন্দ পার্কে স্টোনম্যানের কায়দায় যুবক খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম অতীশ হেলা ও রাহুল হরি। তাদের বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হবে। পুলিশ সূত্রের খবর, বুধবার রাতেই তাদের গ্রেফতার করা হয়। পার্ক চত্বরে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরই তাদের গ্রেফতার করা হয়। জেরায় তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। যদিও পুলিশ সূত্রের খবর এদের বিরুদ্ধে তার আগেই জোগাড় হয়েছিল বেশকিছু তথ্য। সকালে ঘটনা সামনে আসার পরেই স্থানীয় সূত্র মারফত খবরাখবর নেওয়া শুরু করে পুলিশ। রাতের দিকে তাদের কাছে খবর আসে বিজয়ানন্দ পার্কের কাছে হরিজন বস্তিতে একটা রক্ত মাখা জামা কাচতে দেখা গেছে এক মহিলাকে। তার পরেই ওই মহিলার স্বামী অতীশ হেলার ওপর নজরদারি শুরু করে পুলিশ। পরে তাকে ও রাহুল হরিকে গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান এই খুনে এই ২ যুবকের প্রত্যক্ষ যোগ থাকার সম্ভাবনা প্রবল। স্টোনম্যানের কায়দায় যুবক খুনের ঘটনায় হাওড়ার ব্যাঁটরা এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায়। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। কিন্তু পুলিশি একদিনের মধ্যে ২ জনকে ধরতে পারায় এখন কিছুটা হলেও নিশ্চিন্ত বোধ করছেন তাঁরা।