চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। এর জেরে হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়পরিজনরা। ক্ষোভের মুখে পড়েন খোদ হাসপাতাল সুপারও। গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, সিউড়ির হুসনাবাদের বাসিন্দা প্রৌঢ়া হাসিনা বিবি দিন কয়েক আগে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। গত শুক্রবার তাঁর মৃত্যু হয়। হাসিনা বিবির পরিজনদের দাবি, তিনি আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু শুক্রবার সকালে একটি ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই তাঁর অবস্থার অবনতি ঘটে বলে অভিযোগ। মৃতার আত্মীয়দের আরও অভিযোগ, কর্তব্যরত নার্সকে বারবার বলা সত্ত্বেও কোনও চিকিৎসকের দেখা পাওয়া যায়নি। শেষপর্যন্ত মৃত্যু হয় হাসিনা বিবির। এরপরই উত্তেজনা ছড়ায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ক্ষোভের মুখে পড়তে হয় হাসপাতাল সুপারকেও। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।