রেল লাইনের ধার থেকে উদ্ধার হল নব দম্পতির দেহ। মাস খানেক হল বিয়ে হয়েছে। তারপর এমন কী হল যে আত্মহত্যা করতে হল তাঁদের? নাকি এটা আত্মহত্যা নয়! আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা হয়েছে? নাকি নিছকই দুর্ঘটনা? হয়ত ময়নাতদন্তের রিপোর্টের পর সব পরিস্কার হবে। তবে এখন পুলিশের প্রাথমিক ধারণা, তাঁদের মৃত্যু হয়েছে রেলের ধাক্কাতেই। শনিবার রাতভোরে টিটাগড়-খড়দহ-এর মাঝে রেললাইনের ধার থেকে উদ্ধার হয় এক দম্পতির দেহ। তাঁরা রেল লাইনের পাশেই একটি ঘরে ভাড়া থাকতেন। বলা ভাল, সবে ভাড়া নিয়েছিলেন।
স্থানীয়দের কয়েকজনের দাবি, শুক্রবার রাতের দিকে স্বামী-স্ত্রীকে রেল লাইনের ওপর বসেই গল্প করতে দেখেন তাঁরা। সেখান থেকেই তাঁদের অনুমান রেল আচমকা এসে পড়ায় লাইন থেকে সরার সময় পাননি তাঁরা। আবার আত্মহত্যার তত্ত্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।