ফের কথায় আগুন ঝরালেন অনুব্রত মণ্ডল। এবার নাম না করে বিজেপিকে পাচন দিয়ে মারার কথা বললেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। বলে রাখা ভাল, পাচন এক ধরণের লাঠি। যা চাষের সময় গরুকে মারতে কাজে লাগে। শুক্রবার বীরভূমের সিউড়িতে জেলা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নাম না করে বিজেপিকে পাচন দিয়ে মারার কথা বলেন তিনি। অনুব্রতবাবু দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আচট অর্থাৎ অনুর্বর জমিকে উর্বর করতে গেলে চাপড় দিয়ে কিছু হয় না, পাচনের বাড়ি দরকার। পুজোর পর থেকেই শুরু হবে এই পাচনের বাড়ি। নাম না করলেও এই হুঁশিয়ারি যে বিজেপির উদ্দেশ্যেই তা মেনে নিচ্ছে রাজ্য রাজনৈতিক মহল।
অন্যদিকে অনুব্রত মণ্ডলের বক্তব্যের পাল্টা দিয়েছেন বীরভূম জেলা বিজেপির সভাপতি রামকৃষ্ণ রায়। তিনি বলেন, গরুকে মারতে পাচন লাগে, কিন্তু সেটা সরু হয়। বিজেপি কর্মীরা মাঠে গেলে মোটা ডাঙ্গ নিয়ে যান, যাতে মাঠে সাপ বার হলে মারতে পারা যায়। আগামীদিনে পাচনের জবাব বিজেপিকর্মীরা ডাঙ্গেই দেবেন বলে পাল্টা হুঁশিয়ারি দেন রামকৃষ্ণবাবু।