সূর্যাস্ত হলেই বাঘের আতঙ্ক পেয়ে বসছে বীরভূমের সিউড়ির হাটজনবাজারের গরুঝরা গ্রামের মানুষকে। গত বৃহস্পতিবার রাতে গ্রামের কয়েকজন যুবক বাঘের ডাক শুনেছেন বলে গ্রামবাসীদের জানান। তাঁদের এও দাবি যে তাঁরা নাকি বাঘটিকে দেখেছেন। গ্রামবাসীরা রাতেই মশাল জ্বালিয়ে বাঘ খুঁজতে বার হন। আতসবাজিও ফাটানো হয় বাঘকে ভয় দেখানোর জন্য। খবর দেওয়া হয় পুলিশ ও বন দফতরে। তবে বাঘের খোঁজ পাওয়া যায়নি। এবার গ্রামবাসীরা সারারাত ধরে মশাল জ্বালিয়ে পাহারার বন্দোবস্ত করেছেন। সেইমত গত শনিবার রাত থেকেই চলছে পাহারা দেওয়ার কাজ।
গত রবিবার বন দফতরের আধিকারিক বিজন কুমার নাথ গ্রামে যান। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। তিনি আশ্বস্ত করেন যে গ্রামবাসীরা যে জন্তুকেই দেখে থাকুন না কেন, সেটিকে ধরতে খাঁচা পাতা হবে। জেলার ইলামবাজার থেকে খাঁচা আনানোর ব্যবস্থা করা হয়। বাঘ ধরার বন্দোবস্তের পাশাপাশি বন দফতরের আধিকারিক গ্রামবাসীদের কয়েকটি বিষয়ে সতর্ক করে দিয়েছেন। যে জন্তুই ধরা পড়ুক না কেন, সেটির সাথে সেলফি তোলা বা সেটিকে যাতে আঘাত না করা হয় সে বিষয়ে তিনি বার বার গ্রামবাসীদের সতর্ক করে দেন।