গত শনিবার সন্ধ্যায় এক দুঃসাহসিক চুরির সাক্ষী থাকল শান্তিনিকেতনের দিগন্ত পল্লি। এলাকার একটি বাড়িতে একা এক বৃদ্ধাকে পেয়ে তাঁর গলায় ছুরি ধরে টাকা-গয়না-মোবাইল লুঠ করে পালাল দুষ্কৃতি।
গত শনিবার সন্ধ্যায় বাড়িতে একাই ছিলেন ৭৯ বছরের হৈমন্তী দত্তগুপ্ত। তাঁর দাবি, সেই সময় এক যুবক এসে বলে যে সে দুর্গাপুজোর চাঁদা নিতে এসেছে। এই ছুতোয় ওই যুবক বাড়ির ভেতর ঢোকে, দাবি হৈমন্তীদেবীর। এরপর ওই যুবক হঠাৎ তাঁর গলায় ছুরি ধরে বলে জানিয়েছেন হৈমন্তীদেবী। গলায় ছুরি ধরে ওই যুবক আলমারিতে থাকা নগদ ৮ হাজার টাকা, তাঁর হাতে থাকা ২টি সোনার বালা ও মোবাইল নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ হৈমন্তীদেবীর। যাওয়ার আগে সে হৈমন্তীদেবীকে বাথরুমে বন্ধ করে দিয়ে যায়।
হৈমন্তীদেবীর চিৎকারের আওয়াজ পেয়ে প্রতিবেশিরা তাঁকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। শনিবার রাতেই তল্লাশি চালিয়ে তারা গ্রেফতার করে কর্ণ মণ্ডল নামে অভিযুক্ত যুবককে। তার বাড়ি বোলপুরের ভুবনডাঙ্গা এলাকায়।