চতুর্থীর দিন সকাল ১০টা। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীরা তখন সকলেই প্রস্তুত। ঠিক সেই সময়েই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালান এক নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী। বছর ৪০-এর শুভব্রতবাবু নিজের মাথায় গুলি করেন। রক্তাক্ত অবস্থায় তখনই তাঁকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়। তবে অবস্থা আশঙ্কাজনক।
কিন্তু কেন নিজেকে গুলি? পুজোর আগে ছুটিতে যাওয়ার কথা ছিল তাঁর। পরিবারের সঙ্গে আনন্দে কাটানোর সুযোগ ছিল। যেটুকু জানা গিয়েছে, তাতে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদ পেয়ে বসেছিল শুভব্রতবাবুকে। কারও সঙ্গে খুব একটা কথা বলতেননা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।