
সপ্তমীর সকাল। গোটা রাজ্যটাই দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা। অনেক প্যান্ডেলে তখন নবপত্রিকা স্নান করিয়ে আনা হচ্ছে। ধুমধাম করে শুরু হয়েছে মহাসপ্তমীর পুজো। তারমাঝেই একটি মর্মান্তিক দুর্ঘটনা তাল কাটল আনন্দের আবহের। আরামবাগ থেকে কলকাতা আসার পথে একটি যাত্রীবোঝাই বাস উল্টে গেল খালে। ঘটনাটি ঘটে হুগলির হরিপালের কাছে ডাকাতিয়া খালের ওপর। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় খালে। কালভার্ট ভেঙে জলে পড়ে যায় বাসটি। ঘটনার পর দ্রুত স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও ১ জন যাত্রী প্রাণ হারান। বাকি যাত্রীদের উদ্ধার করে চিকিৎসা চলছে।
জানা গেছে বাসটিতে প্রায় ৫০ জনের মত যাত্রী ছিলেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ এলে স্থানীয়রা যাবতীয় ক্ষোভ উগরে দেন পুলিশের ওপর।