গত সোমবার ছিন মহাষষ্ঠী। ওদিন বন্ধুদের সঙ্গে আশপাশের ঠাকুর দেখতে বেরিয়েছিল আনুশ পাত্র নামে ১২ বছরের কিশোরটি। পূর্ব মেদিনীপুরের জুনপুটের বাসিন্দা আনুশ তারপর থেকেই নিখোঁজ ছিল। কেউই তার খোঁজ দিতে পারছিলনা। ২ দিন খোঁজাখুঁজির পর অবশেষে গত বুধবার মহাষ্টমীর দিন তার দেহ উদ্ধার উদ্ধার হয় তারই বাড়ির কাছের একটি ঝোপ থেকে। এই ঘটনায় ২ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানাচ্ছে, আনুশের দেহ উদ্ধারের পর তার ঘাড়ের কাছে চেপে ধরার চিহ্ন পাওয়া গেছে। যা থেকে পুলিশ বুঝতে পারে তাকে কোনওভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে জেরার মুখে ধৃত ২ জন স্বীকার করে তারা আনুশকে হত্যা করার জন্য অপহরণ করেনি। ওদিন তারা তাকে অপহরণ করেছিল টাকার জন্য। আনুশের বাবা-মার কাছ থেকে মুক্তিপণের টাকা হাতাতে চেয়েছিল তারা। কিন্তু তখন টানাটানিতে আনুশের টিশার্টটি তার গলায় জড়িয়ে যায়। মৃত্যু হয় তার। তারপর তারা ভয় পেয়ে দেহ ঝোপের মধ্যে ফেলে দেয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা