ধর্ষণের শিকার হওয়ার কোনও বয়স হয়না। লালসার হাত থেকে রেহাই পাওয়ার রাস্তা নেই শতায়ুর বৃদ্ধারও। ১০০ বছর বয়স তাঁর। জীবনের ১০০ বসন্ত পার করা বৃদ্ধাকে নিয়ে এলাকায় বেশ আলোচনাই হত। দেশের অন্যতম প্রবীণ মানুষ তিনি। এমন হাতে গোনা কয়েকজন মানুষই এখনও জীবিত। কিন্তু এই ১০০ বছর বয়সেও যে তাঁকে লালসার আগুন রেহাই দেবেনা, তা বোধহয় তিনি স্বপ্নেও ভাবেননি। এমন বৃদ্ধাকেও যে কেউ ধর্ষণ করতে পারে একথা এখনও বিশ্বাস করতে পারছেন না তাঁর পরিবার থেকে প্রতিবেশি কেউ। কিন্তু বাস্তব এটাই। ২০ বছরের এক তরুণের আদিম লালসার শিকার হলেন শতবর্ষের বৃদ্ধা।
গত সোমবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানা এলাকায়। অভিযোগ অর্ঘ্য বিশ্বাস নামে এক তরুণ ওই বৃদ্ধাকে মধ্যরাতে পাশবিকভাবে ধর্ষণ করে। পরে পালানোর সময় তাকে ধরে ফেলেন বৃদ্ধার পরিবারের লোকজন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে ধর্ষিতা ওই শতায়ুর বৃদ্ধাকে ঘটনার পরই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।