
কালিম্পংয়ে ধস নেমে মৃত্যু হল ২ জনের। সিকিমের নামচি থেকে শিলিগুড়ি ফিরছিলেন এক ব্যক্তি। পথে পড়ে কালিম্পংয়ের শ্বেতিঝোরার পাহাড়ি এলাকা। পাহাড়ি পথ ধরে গাড়ি আসার সময় আচমকাই ধস নামে। পাহাড় থেকে গড়িয়ে পড়ে পাথর। সেই পাথরের তলায় চাপা পড়ে যায় গাড়িটি। ওই ব্যক্তি ও গাড়ির চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে ধস সরিয়ে তাদের দেহ উদ্ধার করা হয়। বর্ষাকালে পাহাড়ি এলাকায় ধস নতুন কিছু নয়। সেই ধসই এদিন কেড়ি নিল ২টি তাজা প্রাণ।