
ছেলে বৌমাকে নিয়ে থাকতেন বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা কেরিমা বিবি। বিয়ের পর থেকেই পুত্রবধূর সঙ্গে শাশুড়ির ঠোকাঠুকি লেগে থাকত। মাঝেমধ্যেই বাড়ি থেকে ঝগড়া-অশান্তির আওয়াজ পেতেন প্রতিবেশিরা। যেমন পেয়েছিলেন গত বৃহস্পতিবার। তবে আওয়াজটা অন্যদিনের মত ছিলনা। কেরিমা বিবির আর্ত চিৎকার শুনতে পান তাঁরা। ছুটে যান ওই বাড়িতে। গিয়ে প্রতিবেশিরা যা দেখেন তাতে শিউরে ওঠেন তাঁরা। দেখেন রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছেন বৃদ্ধা কেরিমা বিবি।
বাড়িতে তখন ছিলেন শাশুড়ি আর বৌমা। বৌমা নাসিরা বিবিই যে শাশুড়িকে ধারাল অস্ত্রের কোপে খুন করেছে তা বুঝতে অসুবিধা হয়নি সকলের। প্রতিবেশিরা নাসিরা বিবিকে ঘিরে ঘরে পুলিশে খবর দেন। এরমধ্যে নাসিরা বিবিকে মারধরও করা হয় বলে অভিযোগ। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শাশুড়িকে খুনের অভিযোগে বৌমা নাসিরা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ।