টিটাগড়ে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী সতীশ মিশ্রকে বাঁচানো গেল না। চিকিৎসকদের সবরকম চেষ্টা এদিন ব্যর্থ হয়। গত সোমবার বুকে গুলি লাগা অবস্থায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তৈরি হয় একটি মেডিক্যাল বোর্ড। সেই মেডিক্যাল বোর্ড রাতভর অপারেশনের সবরকম চেষ্টা করেও বুকের পাঁজরে ঢুকে যাওয়া গুলি বার করে উঠতে পারেনি বলে খবর। সূত্রের খবর, মঙ্গলবার সকালে মৃত্যু হয় সতীশের।
২ দিন আগেই দমদম পার্কে নির্মীয়মাণ আবাসনের সামনে দাঁড়িয়ে থাকা প্রোমোটারকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতিরা। গত সোমবার সেই একই ঘটনা ঘটে টিটাগড়ে। দুপুর ১২টা নাগাদ টিটাগড়ের ২১ নম্বর ওয়ার্ডের ব্রহ্মস্থান এলাকায় বিটি রোড লাগোয়া এলাকায় তৈরি হচ্ছিল কালীপুজোর প্যান্ডেল। স্থানীয়রা জানাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে প্যান্ডেল তৈরির কাজ দেখছিলেন তৃণমূল কর্মী সতীশ মিশ্র। তখনই কালো জামা পরা ২ যুবক এসে তাঁকে গুলি করে। ২ রাউন্ড গুলি করা হয়। সতীশ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আততায়ীরা একটি অটোয় চড়ে চম্পট দেয়। রাস্তার ওপর এত লোকজনের সামনে এমন ঘটনার পর স্থানীয়রা আততায়ীদের তাড়া করেন। কিন্তু তারা পালাতে সক্ষম হয়।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একটি বিজেপি অফিসে ভাঙচুর চালানো হয়। পরে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। পুলিশ ঘটনার তদন্তে নেমে ২ স্থানীয় দুষ্কৃতিকে গ্রেফতার করেছে।