দোলের দিন ভাগ্নির শ্লীলতাহানি রুখতে গিয়ে ২০১২ সালে নৃশংসভাবে খুন হন কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দাম। তাঁকে লোহার রড, লাঠি, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সেই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ১ জন বাদ দিয়ে ৭ জনকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা শুরু হয়। গত বুধবার সেই ৭ জনকে দোষী সাব্যস্ত করেন ব্যারাকপুর আদালতের বিচারক। ৭টি ধারায় তাদের দোষী সাব্যস্ত করে আদালত।
বৃহস্পতিবার দোষীদের সাজা ঘোষণা হল। ৭ জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সঙ্গে ১৫ হাজার টাকা করে জরিমানা। তবে এই মামলার আর ১ অভিযুক্ত এখনও ফেরার। তার খোঁজ জারি রেখেছে পুলিশ।