হায়নার হানা বড় একটা শোনা যায়না। জঙ্গলে থাকতে পারে। কিন্তু তারা লোকালয়ে তেমন উৎপাত করেনা। এবারও হয়ত উৎপাতের ইচ্ছে ছিলনা। কিন্তু আহত অবস্থায় যন্ত্রণা নিয়ে গ্রামে ঢুকে পড়ে সে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের দহরপুর গ্রামে। আশপাশ জঙ্গলে ঘেরা। সেখানেই আহারমুণ্ডার জঙ্গল থেকে হয়ত কোনও সময়ে বেরিয়ে রেল লাইনের কাছে চলে আসে হায়নাটি। ট্রেনে ধাক্কাও খায়। আর তাতেই আঘাত লাগে তার।
আহত অবস্থায় হায়নাটি গ্রামে ঢুকে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। তবে হায়নাটি কারও কোনও ক্ষতি করেনি। পরে অবশ্য বন দফতরের কর্মীরা হায়নাটিকে পাকড়াও করে বেঁধে ফেলেন। হায়নাটিকে চিকিৎসার পর জঙ্গলে ফের ছেড়ে দেওয়া হবে।