রবিবার মশাটের সভা থেকে ফের তৃণমূলকে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির স্বভাবসিদ্ধ ভঙ্গি পাল্টা মারের সেই ভাষণ এদিন অন্য দলগুলির সমালোচনার মুখেও পড়ে। সেই মশাটের সভা থেকে ফেরার পথে সন্ধেয় হুগলির ডানকুনিতে সেই বিজেপি রাজ্য সভাপতির কনভয় আক্রান্ত হল। একদল দুষ্কৃতির হাতে আক্রান্ত হয় দিলীপবাবুর গাড়ি।
দিলীপবাবুর নিরাপত্তারক্ষীরা তাঁকে সেই হামলা থেকে বার করে নিয়ে যান। পরে দিলীপবাবুর গাড়ি কোনওরকমে বার হয়ে গেলেও তাঁর গাড়ির পিছনে থাকা আর এক বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ছাড় পায়নি। তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এমনকি তাঁকে বাঁশ দিয়ে মারা হয়েছে বলেও অভিযোগ করেন জয়বাবু। তাঁর মাথায় চোট লাগে। তাঁকে পরে হাসপাতালে ভর্তি করতে হয়। পুরো ঘটনার জন্য তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিজেপি। সোমবার রাজ্যজুড়ে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হওয়ার কথাও ঘোষণা করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব।
বিজেপি তৃণমূলের দিকে আঙুল তুললেও তৃণমূল নেতৃত্ব কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে। তবে এই ঘটনা ঘিরে সন্ধেয় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়।