২০১৪ সালের ৩ জুন বীরভূমের দুবরাজপুরে একটি রাজনৈতিক সংঘর্ষ থামাতে যান সাবইন্সপেক্টর অমিত চক্রবর্তী। সেখানে বোমার আঘাতে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় যতজনের বিরুদ্ধে মামলা দায়ের হয় তাদের মধ্যে অনেকেই তৃণমূল নেতা কর্মী ছিলেন। ২০১৬ সালে অভিযুক্ত ৫০ জনের মধ্যে ৩৬ জনের কোনও দোষ নেই বলে দাবি করেন সরকারি আইনজীবী। তাদের মুক্তি দেওয়ার আর্জিও জানান তিনি। সেই ঘটনায় বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। বেগতিক বুঝে তখন সেই আর্জি ফিরিয়েও নেন।
এরপর সোমবার সিউড়ি আদালতে ১৮ জনের বেকসুর খালাস হয়ে গেল। বিচারক এই রায় দেওয়ার সময় সাফ জানান পুলিশ তদন্ত করেছে দায়সারা। বুঝিয়ে দেন পুলিশের গাফিলতিতেই বেকসুর ছাড়া পেয়ে গেল ১৮ জন। তিনি জানান, তথ্যপ্রমাণের অভাবে অভিযুক্তদের দোষই প্রমাণ করা যায়নি। এই রায়ে খুশি নন মৃত পুলিশ আধিকারিকের স্ত্রী পুতুল চক্রবর্তীও।