State

সিঙ্গুর থেকে রাজভবন, কৃষকদের লং মার্চ, রাজ্যে জেগে উঠলেন বামেরা

দেশের বিভিন্ন প্রান্তে বামপন্থী কৃষক সংগঠনগুলির ডাকে কৃষকদের নিয়ে লং মার্চ সাফল্য পেয়েছে। সে পুনে থেকে মুম্বই হোক বা দিল্লিতে। সর্বত্রই সফল হচ্ছে লং মার্চ। তাই এবার বামপন্থীদের এক সময়ের শক্ত ঘাঁটি পশ্চিমবঙ্গে লং মার্চের আয়োজন করল বাম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সমিতি। দাবি একগুচ্ছ। যারমধ্যে রয়েছে সিঙ্গুরে ন্যানো কারখানার সব জমিকে চাষযোগ্য করে কৃষকদের হাতে তুলে দিতে হবে, রাজ্যে শিল্পায়ন করতে হবে, কৃষকদের ফসল বিক্রির লাভজনক দামের সরকারি ব্যবস্থা চালু, ৬০ বছর বয়স হয়ে গেলে গরিবদের মাসিক ৬ হাজার টাকা করে পেনশন চালু, কৃষি ঋণ মকুব সহ আরও নানা দাবি। সিঙ্গুর থেকে এদিন এই লং মার্চ শুরু হয়। সিঙ্গুরের রতনপুর থেকে শুরু হওয়া লাল পতাকায় একাকার এই মিছিলের লেজ ক্রমশ বড় হয়েছে। মিছিল শেষ হবে আগামী বৃহস্পতিবার। সিঙ্গুর থেকে রাজভবন, এই পদযাত্রা রানি রাসমণি রোডে বিশাল সমাবেশের মধ্যে দিয়ে শেষ হবে।

সিঙ্গুর থেকে বিশাল মিছিল এদিন সকালেই শুরু হয়। মিছিলের উদ্বোধন করেন কৃষকসভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা। লং মার্চ এদিনের মত ডানকুনিতে থামবে। রাতে সেখানেই বিশ্রাম। তারপর ফের তা কলকাতায় রাজভবন পানে যাত্রা শুরু করবে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button