গত মঙ্গলবার রাতে নদিয়ার শান্তিপুরের চৌধুরী পাড়ার বেশ কয়েকজন বাসিন্দা চোলাই মদ খান। এরমধ্যে ১ মহিলাও ছিলেন। মদ্যপানের কিছুক্ষণ পর থেকেই শুরু হয় বমি, গা জ্বালা। অবস্থার অবনতি হলে এক যুবকের বাড়িতেই মৃত্যু হয়। বাকি বেশ কয়েকজনের অবস্থা খারাপ হতে থাকায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। সেখানে বুধবার দুপুর পর্যন্ত আরও ৬ জনের মৃত্যু হয়। এঁদের মধ্যে ১ মহিলাও রয়েছেন।
এমন এক চাঞ্চল্যকর অভিযোগ ফের মনে পড়াচ্ছে ২০১১ সালে দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরের বিষমদ কাণ্ডকে। স্থানীয়দের দাবি এই এলাকায় বেশ কয়েক জায়গায় চোলাই মদ বিক্রি হয়। পুলিশ সব দেখেও নিষ্ক্রিয় বলেই দাবি তাঁদের। চৌধুরী পাড়ার বাসিন্দাদের অভিযোগ পুলিশের সামনেই এসব চলত। অথচ সব দেখেও নিশ্চুপ থাকত পুলিশ। এদিকে চোলাই খেয়ে এখনও কয়েকজন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।