শান্তিপুরের চৌধুরীপাড়ায় মৃত্যু মিছিল বেড়েই চলেছে। বৃহস্পতিবার মৃত্যু বেড়ে ১২ ছুঁয়েছে। গোটা পাড়া জুড়ে চাপা উত্তেজনা আর শ্মশানের নিস্তব্ধতা। তবে গোটা ঘটনায় পাড়ায় কথা বলতে গেলেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বাসিন্দারা। তাঁদের দাবি, নদী ঘেঁষা এই পাড়ায় চোলাই আসত নদীপথে। তারপর এখানে বাড়িতেই ঠেক খুলে তা বিক্রি হত। কখনও কখনও পুলিশ এসে ধরে নিয়ে যেত ঠিকই। কিন্তু কিছু পরেই অভিযুক্তরা ছাড়া পেয়ে একই ব্যবসা চালু করে দিত। পুলিশের বিরুদ্ধে একরাশ অভিযোগের জেরে প্রশাসনের তরফে এদিন ক্লোজ করা হয় থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় নতুন ওসি হয়েছেন মুকুন্দ চক্রবর্তী।
এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। ইতিমধ্যেই এই কাণ্ডে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে জানা গিয়েছে যার বাড়িতে চোলাই বিক্রি হত সেই ব্যক্তিরও প্রাণ গেছে এই বিষমদে। এদিকে শান্তিপুরে এই বিষমদ কাণ্ডে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার।