State

১ দিনে ২ জেলার ৪ জায়গায় গুলি

রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত রাজ্যের দুটি জেলার চার জায়গায় গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়াল। এরমধ্যে তিনটি ঘটনা ঘটেছে মালদহে। সূত্রের খবর, মালদহের ইংরেজ বাজারে রবিবার রাতে এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়েছিলেন মির্জাপুর এলাকার বাসিন্দা টিঙ্কু শেখ। আচমকাই তাকে লক্ষ করে দু-তিনজন যুবক গুলি চালিয়ে পালিয়ে যায়। মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

টাকাপয়সা নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ২ জনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। রবিবার রাতেই মালদহের বৈষ্ণবনগরের ছোটকামাতপুর গ্রামে দুই দল দুষ্কৃতীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষই একে অপরের দিকে বোমা, বন্দুক নিয়ে আক্রমণ করে। এরমাঝে পড়ে যায় আফজল সামাদ নামে বছর ১৬-র এক কিশোর।


দুষ্কৃতিদের ছোঁড়া গুলি এসে তার গায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃতীয় ঘটনাটি ঘটে মালদহের কালিয়াচকে। এখানে মাঠে কাজ করার সময় পেশায় দিনমজুর ফেলু শেখের পায়ে গুলি লাগে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কারা গুলি চালিয়েছে তা বলতে পারেননি ফেলু শেখ। চতুর্থ ঘটনাটি ঘটে নদিয়ার চাকদহে। এখানে রেলগেটের কাছে কার্তিক হোড় নামে এক পুরকর্মীকে গুলি করে পালায় কয়েকজন দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button