শান্তিনিকেতনে যাঁরা ঘুরতে যান তাঁরা অবশ্যই খোয়াইয়ে ঘোরেন। মনোরম পরিবেশের জন্য খোয়াই টানে পর্যটকদের। সেই শান্ত পরিবেশ শনিবার সারাদিনই চাঞ্চল্যের মধ্যে কাটাল। খোয়াইয়ের কাছে একটি জঙ্গলের মধ্যে থেকে এদিন উদ্ধার হয় এক মহিলার দেহ। অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল দেহটি। স্থানীয়রাই প্রথমে দেহটি পড়ে থাকতে দেখেন। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, মধ্যবয়সী ওই মহিলাকে যে অবস্থায় পাওয়া গিয়েছে তাতে তাঁকে ধর্ষণ করেই হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।